হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী অতুল বরা

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : রাজ্যের কৃষি, ভেটেনারি, সীমান্ত উন্নয়ন ইত্যাদি বিভাগের মন্ত্রী অতুল বরা মঙ্গলবার হাইলাকান্দি আসছেন। তিনি মঙ্গলবার সকাল ১১ টায় জেলা আয়ুক্তের  সভাকক্ষে এক বিভাগীয় রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। এরপর তিনি বেলা ১ টায় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর মন্ত্রী বরা বিজেপি এবং এজেপি দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। মন্ত্রী অতুল বরা বেলা আড়াইটা নাগাদ করিমগঞ্জের উদ্দেশ্য রওনা দিবেন।

হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী অতুল বরা
হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী অতুল বরা

Author

Spread the News