আসাম রাইফেলস (ইস্ট)-এর নতুন ইন্সপেক্টর জেনারেল ইন্দ্রজিৎ

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আসাম রাইফেলস (ইস্ট)-এর নতুন ইন্সপেক্টর জেনারেল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল ইন্দ্রজিৎ সিং ভিন্দর। সোমবার সামরিক ঐতিহ্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিদায়ী ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল সুরেশ ভাম্ভু, ওয়াইএসএম, এসএম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রথাগত রীতিনীতি অনুসরণ করা হয়। দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে আসাম রাইফেলস (ইস্ট)-এর নেতৃত্বে আরেক নতুন অধ্যায়ের সূচনা হল।

জানা গেছে, মেজর জেনারেল ইন্দরজিৎ সিং ভিন্দর এর আগে জম্মু ও কাশ্মীর জোনে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ আসাম রাইফেলস (ইস্ট)-এর কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
অন্যদিকে, বিদায়ী ইন্সপেক্টর জেনারেল মেজর জেনারেল সুরেশ ভাম্ভু দিল্লিতে বদলি হয়েছেন। দায়িত্বকালীন সময়ে আসাম রাইফেলস (ইস্ট)-এর বিভিন্ন অভিযান ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, মেজর জেনারেল ইন্দ্রজিৎ সিং ভিন্দর আসাম রাইফেলস (ইস্ট)-এর নবম ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *