অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা,বড়সড়ো বিপদ এড়াল ইন্ডিগোর বিমান

২৪ নভেম্বর : অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা। ভাগ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে মোট ১৮৬ জন যাত্রী ছিলেন সেসময়। কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ IGO 5032 ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে। বিমানটি উড়েছিল মুম্বই থেকে। বিমানে যাত্রী ছিল ১৮৬ জন। অবতরণের সময় রানওয়ের উপর থাকা একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। আচমকাই কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাইলটের তৎপরতায় নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও ক্রু সকলে নিরাপদ আছেন। আতঙ্ক ছড়ালেও কোনও রকম বিপদ হয়নি।

এদিকে, বার্ড হিটের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরীক্ষা করে এবং সম্পূর্ণ সেফটি অডিট চালায়। রানওয়েতে অপারেশন চালানোর জন্য প্রয়োজনীয় মানদণ্ড ঠিক আছে কি না, তা নিশ্চিত করা হয়। দেরাদুন বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হয়েছে। বিমানের কোন অংশে ক্ষতি হয়েছে তা পরীক্ষা করছে টেকনিক্যাল দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *