কানাডায় দুর্বৃত্তের গুলিতে হত ভারতীয় বংশোদ্ভূত

১১ জুন : কানাডায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে কানাডার সারেতে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে সেখানকার পুলিশ।

পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই শিক্ষার্থীর নাম যুবরাজ গয়াল (২৮)। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা যুবরাজ ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে আসেন। পড়াশোনা শেষ করার পর সেখানেই এক কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্বও পেয়ে যান যুবরাজ।

রয়্যাল কানাডিয়ান পুলিশ সূত্রে খবর, গত ৭ জুন সকাল পৌনে ৯টা (স্থানীয় সময়) নাগাদ সারের পুলিশ একটি ফোন পায়। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।

Author

Spread the News