আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় পড়ুয়ার
২৪ নভেম্বর : আমেরিকায় ওহিওয় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া। সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন বছর ছাব্বিশের আদিত্য আদালকা। ৯ নভেম্বর গাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হন তিনি। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে মারা যান আদিত্য।
জানা গেছে, ৯ নভেম্বর আদিত্য গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সময় ভোর ৬টা ২০ নাগাদ তাঁর গাড়িতে হামলা চালায় আততায়ীরা। গাড়িটি ধাক্কা মারে একটি দেওয়ালে। জানলার কাচে অন্তত তিনটি বুলেটের ছিদ্র দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। ১৮ নভেম্বর মারা যান ওই পড়ুয়া। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
প্রসঙ্গত, ২০২০ সালে তিনি যান। সকলের খুব প্রিয় ছিলেন আদিত্য। ২০২৫ সালের মধ্যেই তাঁর পিএইচডি সম্পূর্ণ হওয়ার কথা ছিল।