ভিয়েরা-র গোলে মাতৃভূমি কাপের সেমিতে ইন্ডিয়ান এফসি
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ ৩০ আগস্ট : ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে আয়োজিত চলিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করল ইন্ডিয়ান এফসি । স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ভাগা এফসি-কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে জায়গা করে নিল ইণ্ডিয়ান এফ.সি ।
এদিন প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে যায় ইন্ডিয়ান এফসি। খেলার ৩৩ মিনিটে দুর্দান্ত গোল করেন ভিয়েরা। সেমিফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয়ার্ধের খেলায় দু’দল হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু কোন দলই গোল করতে সক্ষম হয়নি। দারুণ লড়াই করে পরাজয়ের সামনা করে হয় ভাগা এফসি-কে, এদিকে অসাধারণ ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যায় ইন্ডিয়ান এফসি।
এদিন সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেন ইন্ডিয়ান এফসির খেলোয়াড় জংময়া। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালনপ্রসাদ গোয়ালা ও সমাজসেবী কল্যাণ মালা। এদিন খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ চৌধুরী, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও শামিম আহমেদ লস্কর । রবিবার ৩১ আগস্ট টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব খেলবে শক্তিশালী জামালপুর এফসি-র বিরুদ্ধে, একথা জানান আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।