ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় ৫৮টি দেশ ভ্রমণ করতে পারবেন
২৬ জুলাই : হেনলি পাসপোর্ট ইনডেক্স বিশ্বের যে সকল দেশ রয়েছে সেই সকল দেশের পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করে থাকে। সময়ের পরিপ্রেক্ষিতে এই সংস্থাটি ক্রমতালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশ করা হয় মূলত বিশ্বের কয়টি দেশে কোন দেশের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায় তার ভিত্তিতে।
সম্প্রতি ওই সংস্থার তরফ থেকে বিভিন্ন দেশের পাসপোর্টের যে ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে তাতে ভারতের পাসপোর্ট (Indian Passport) ৮২ নম্বর জায়গা পেয়েছে।
এই তালিকায় এবারও প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ আর সেই পাঁচটি দেশ হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। এই তালিকায় তৃতীয় স্থানে জায়গা পেয়েছে সাতটি দেশের পাসপোর্ট। যে সকল দেশগুলির মধ্যে অন্যতম হলো অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন এবং লাক্সেমবার্গ। অন্যদিকে পাকিস্তান এই তালিকায় ১০০ নম্বরে জায়গা পেয়েছে, চিন জায়গা পেয়েছে ৫৯ নম্বরে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তরফ থেকে এমন তালিকা প্রকাশের পাশাপাশি ওই সকল দেশের নাগরিকরা বিনা ভিসায় কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন সেই তালিকাও প্রকাশ করা হয়। সংস্থার তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী এবার ভারতীয় নাগরিকরা বিনা ভিসায় ৫৮টি দেশ ভ্রমণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কোন কোন দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের ভিসা দিতে হবে না।
ভারতীয় নাগরিকদের যে সকল দেশের ভ্রমণের জন্য ভিসা দিতে হবে না সেই সকল দেশগুলি হলো অ্যাঙ্গোলা, বারবাদোশ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কলম্বিয়া, কেপ ভার্দ আইল্যান্ড, কমোরো আইল্যান্ড, কুক আইল্যান্ড, জিবুতি, ডোমিনিকা, ইথিওপিয়া, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কিরিবাটি, লাওস, মাদাগাস্কার, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মার্শাল আইল্যান্ড, মৌরিতানিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া।
এছাড়াও রয়েছে মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, পালাও আইল্যান্ড, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলংকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, তানজানিয়া, থাইল্যান্ড, তিমুর লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তিউনিসিয়া, টুভালু, ভানুয়াতু এবং জিম্বাবুয়ে। এই সকল দেশগুলির মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকেন ভুটান, নেপাল, শ্রীলঙ্কা থাইল্যান্ড মালদ্বীপ ইত্যাদি।