অবিশ্বাস্য গরু বাছুর, পূজার্চনা

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার সরসপুর এলাকায় এক আশ্চর্যজনক ঘটনা। একটি গরু একটি বাচ্চা জন্ম দিলেও সেই বাচ্চাটি জন্ম নিলো এক অবিশ্বাস্য শারীরিক অবস্থা নিয়ে দু’টি মুখ, দু’টি নাক, চারটি চোখ, দুটি কান ও চারটি পা নিয়ে জন্ম নেয় একটি বাছুর।এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে, যেখানে বৃহস্পতিবার সকালে। গরুর মালিক পেশায় শিক্ষক সঞ্জয়কুমার নাথ জানিয়েছেন, তিনি বাচ্চাটিকে অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে জন্ম নেওয়া বাছুরটিকে দেখার জন্য। সঞ্জয়কুমার নাথ এও জানান, জন্ম নেওয়া এই অদ্ভুত বাছুরটি তার কাছে এক আশীর্বাদ সরূপ। এমন একটি ঘটনা তিনি কখনও কল্পনা করতে পারিনি। তাই এই বাছুরটিকে তিনি ভালোভাবে পালন করবে যত্ন নেবেন বলেন জানিয়েছেন।

এদিকে, গ্রামের মহিলারা বাছুটিকে মহাদেব ঠাকুরের রূপ হিসেবে ধরে নিয়ে পূজার্চনা শুরু করেছেন। এতে বাড়ির সামনে উৎসুক লোকের ভিড় জমে উঠে।

অবিশ্বাস্য গরু বাছুর, পূজার্চনা
Spread the News
error: Content is protected !!