কালাইনে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে পানীয়জল বিতরণ

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : কাছাড় জেলা প্রশাসন ও আইসিডিএসের আয়োজিত দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে পানীয়জল বিতরণ করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিল্স কাটিগড়া কমিটি। বৃহস্পতিবার কালাইন ব্লকের অধীনে লক্ষীপুর জিপি অফিস প্রাঙ্গণে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরের মোট ৩৬০ জন লোকেদের মধ্যে পানীয়জল বিতরণ করে দু’টি সংগঠন।

শিবির আয়োজনের মুখ্য উদ্দেশ্য ছিল দিব্যাঙ্গদের সনাক্ত করে প্রয়োজন মতে আর্টিফিশিয়াল অঙ্গ-প্রতঙ্গ তথা যন্ত্রপাতি প্রদান করা। স্থানীয় জনগণ ক্লাব ভ্যালি ভিউ এবং ইয়াসির এধরনের জনসেবার ভুয়সী প্রশংসা করেন ও সাধুবাদ জানান। এদিন ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সামসুল ইসলাম ও সায়েদ আহমেদ বড়ভূইয়া, ইয়াসির পক্ষে রুকন উদ্দিন তালুকদার, সমরকান্তি দাস, জুবাইর আহমেদ, আবুল হুসেন বড়ভূইয়া, সানি তালুকদার, সমির সিনহা প্রমুখ।

কালাইনে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে পানীয়জল বিতরণ

Author

Spread the News