বাজারিছড়ায় গবাদি পশু চুরির প্রবণতা বৃদ্ধি, পুলিশি টহল জোরদারের দাবি বজরঙের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বাজারিছড়া থানাধীন এলাকায় সম্প্রতি গবাদি পশু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বজরং দল লোয়াইরপোয়া প্রখণ্ড। এ প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশসুপারের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। বুধবার বজরং দলের কার্যকর্তাদের একটি প্রতিনিধিদল বাজারিছড়া থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত ওসি আনন্দ মেধির হাতে স্মারকপত্রটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

স্মারকপত্রে উল্লেখ করা হয়, বাজারিছড়া গিপি ছাড়াও ইচাবিল, লোয়াইরপোয়া, হাতিখিরা ও সলগই গিপি এলাকায় প্রায় প্রতিদিনই কৃষক ও সাধারণ গৃহস্থের বাড়ি থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সংগঠনের দাবি, একটি সুসংগঠিত চক্র পরিকল্পিতভাবে এসব চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে, যা নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। তাই চুরি প্রতিরোধে রাত্রীকালীন পুলিশের টহল জোরদার করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি জোর আবেদন জানানো হয়েছে। এছাড়া সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্রতিবাদ জানাতে বাধ্য হবেন।স্মারকপত্রে স্বাক্ষর করেন বজরং দল লোয়াইরপোয়া প্রখণ্ডের নেতৃত্ব রাজা দেব, জয়দীপ পাল, জন ধর, মনোজ নাগ, পুলক পাল, সুজয় পাল, জন্মজিত পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *