সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের  উদ্বোধন দীপায়নের

সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের  উদ্বোধন দীপায়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মার্চ : শিলচরের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এসএম দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের দ্বারোদঘাটন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শনিবার বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত  মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডাঃ খালেদা সুলতানা এবং সহকারী আয়ুক্ত জোনালি দেবী, স্বাস্থ্য বিভাগের যুগ্ম পরিচালক ডাঃ শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপকুমার পাটোয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ অর্পিতা দেব প্রমুখ।

পরবর্তী সময়ে সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন ও পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতি তুলে ধরে বলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা‌র নেতৃত্বে স্বাস্থ্যসেবা সুবিধাগুলো উন্নত করা হচ্ছে। ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট তারই একটি প্রমাণ। এখন থেকে প্যাকড রেড ব্লাড সেল, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লেটলেট এবং ক্রিওপ্রিপিপিটেটের মাধ্যমে লক্ষ্যভিত্তিক চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনের একটি মূল বৈশিষ্ট ছিল এসএমদেব সিভিল হাসপাতালের জন্য এনএবিএইচ এক্রিডিটেশন ঘোষণাটি যা হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরূপ কুমার পাটোয়া।

সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের  উদ্বোধন দীপায়নের

Author

Spread the News