হেল্পিং হ্যান্ডের নেশা মুক্তি ও পূর্নবাসন কেন্দ্রের নয়া ভবনের দ্বারোদঘাটন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুন : শিলচর সোনাই রোডর লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পূর্ণবাসন কেন্দ্রের নবনির্মিত কার্যালয়ের ভবনের দ্বারোদ্ঘাটন হল। রবিবার আনুষ্ঠানিক ভাবে দ্বারোদঘাটন করেন ১৪৭ নং সিআরপিএফের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট কুন্দন কুমার সহ আর বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে বক্তব্যে কুন্দন কুমার বলেন, দেশের যুব সমাজের একটা বড় অংশ মাদকের কবলে আটকা পড়েছে। তারা দেশের কোন উন্নয়ন কর্মকান্ড তো দুরের কথা, বরং উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন কাজেই তারা জড়িত। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবারটি ধ্বংস বা নিঃস্ব হওয়ার জন্যই যথেষ্ট।  মাদকাসক্ত ব্যক্তি দেশের উন্নয়নের  ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে ব্যস্ত। কারণ দেশের আর্থ সামাজিক উন্নয়নে পেছনে মাসকাসক্তরাই একমাত্র বাধা। তাই মাদকাসক্তি নির্মূল করতে না পারলে দেশের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের স্বার্থে মাদকাসক্তি নির্মূল করা জরুরী। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকাসক্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য এগিয়ে আসার অনুরোধ জানান।

হেল্পিং হ্যান্ডের নেশা মুক্তি ও পূর্নবাসন কেন্দ্রের নয়া ভবনের দ্বারোদঘাটন

এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ, নবজ্যোতি ফাউন্ডেশনের সম্পাদক বিল্টু দাস, টুয়েলভ স্ট্রেপ ফাউন্ডেশনের সম্পাদক দীপ ভট্টাচার্য, শাহি ফাউন্ডেশনের সম্পাদক ঝুমকি ভট্টাচার্য, ভাঙ্গারপার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক দেবাশিস নাথ প্রমুখ।

Author

Spread the News