সোনাবাড়িঘাটে ‘সুহান হোটেল অ্যান্ড সুইটস’ উদ্বোধন

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে আরও এক নতুন সংযোজন সুহান এন্টারপ্রাইজের। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘সুহান হোটেল অ্যান্ড সুইটস’। সোনাবাড়িঘাট বাজারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির সূচনা করা হয়। ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজকর্মী ও সুহান এন্টারপ্রাইজের কর্ণধার হাজি ফকরুল ইসলাম বড়ভূইয়া। উদ্বোধনের পর ধর্মীয় পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সকলে নতুন প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

হোটেলের কর্ণধার সাদিক লস্কর জানান, ‘সুহান হোটেল অ্যান্ড সুইটস’-এ ভাত, পোলাওসহ বিভিন্ন ধরনের ফাস্টফুড পরিবেশন করা হবে। পাশাপাশি থাকবে উন্নতমানের নানা রকম সুস্বাদু মিষ্টান্ন। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই খাবারের দাম নির্ধারণ করা হয়েছে, যাতে সব শ্রেণির মানুষ সাশ্রয়ী মূল্যে ভালো মানের খাবার উপভোগ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সাজু আহমদ লস্কর, আলম মজমুদার, মুস্তাক আহমদ লস্কর, নাজিম উদ্দিনসহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
নতুন এই হোটেল ও মিষ্টান্নের দোকান স্থানীয় মানুষের জন্য একটি নতুন খাদ্যগন্তব্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা। একইসঙ্গে এই উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *