শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক PET-CT সুবিধার উদ্বোধন

বরাক উপত্যকায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় নতুন দিগন্ত____

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল। বুধবার শিলচর ক্যান্সার সেন্টারের অত্যাধুনিক PET-CT সুবিধার  উদ্বোধন করা হল। অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনস্থ প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে বরাক উপত্যকায়  ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ACCF-এর চিফ অপারেটিং অফিসার (মেজর জেনারেল) ডাঃ জয় প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চিফ সুপারিন্টেনডেন্ট ডাঃ ভাস্কর গুপ্ত। তারা ফিতে কেটে এই আধুনিক প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশিষ্ট চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্মরণীয় পর্বে পরিণত হয়।

অনুষ্ঠানের সূচনায় শিলচর ক্যান্সার সেন্টারের মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট ডাঃ বিশ্বজিৎ ঘোষ সকল অতিথিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এই প্রকল্প বাস্তবায়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর, অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট পারমাণবিক চিকিৎসা বিশেষজ্ঞ ড. ইন্দ্রনীল সিনহা PET-CT প্রযুক্তির গুরুত্ব ও এর বিবর্তনের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি ব্যাখ্যা করেন যে, ক্যান্সার শনাক্তকরণ, পর্যায় নির্ধারণ ও চিকিৎসার অগ্রগতিতে এই প্রযুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখে এবং কীভাবে এটি রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়িয়ে তুলবে।

শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক PET-CT সুবিধার উদ্বোধন

প্রধান অতিথির ভাষণে ডাঃ জয় প্রকাশ প্রসাদ আধুনিক অনকোলজিতে PET-CT প্রযুক্তির অপরিহার্যতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, এই অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন বরাক উপত্যকার ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো হয়ে উঠবে। তিনি আরও জানান, এই কেন্দ্রের মাধ্যমে বিশ্বমানের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা এখন স্থানীয়ভাবে আরও সহজলভ্য হবে।

শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ড. ভাস্কর গুপ্ত তাঁর বক্তব্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য প্রযুক্তিগত অগ্রগতির অপরিহার্যতার কথা উল্লেখ করেন। তিনি অসম সরকার, ACCF ও টাটা ট্রাস্টের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন এবং জানান, এই প্রকল্পের বাস্তবায়ন বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক PET-CT সুবিধার উদ্বোধন

কাছাড় জেলা প্রশাসনের সহকারী আয়ুক্ত  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোনালি দেবী এই উদ্যোগকে অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে অবদান রাখা সকল ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজেপি-কাছাড় জেলার সভাপতি রূপম সাহা, সিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. সুজিত নন্দী পুরকায়স্থসহ স্বাস্থ্য, সমাজ ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। SMCH-এর বিভিন্ন বিভাগের প্রধানগণ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের অধ্যক্ষবৃন্দ, ITA ও TAI-এর সদস্যরা, অসম রাইফেলস-এর প্রতিনিধিরা এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল, লায়ন্স ক্লাব অব শিলচর লায়ন্স ও থাউজ্যান্ড সায়ান্তনস-এর সদস্যরা উপস্থিত থেকে এই উদ্যোগকে সমর্থন জানান।

শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক PET-CT সুবিধার উদ্বোধন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাঃ দেবস্মিতা দাস সকল অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই বৃহৎ প্রকল্প সফল করতে যাঁরা পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এই উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে শিলচর ক্যান্সার সেন্টার বিশ্বমানের চিকিৎসার আরও এক ধাপ এগিয়ে গেল। PET-CT সুবিধা যুক্ত হওয়ার ফলে রোগ নির্ণয়ে আরও বেশি নির্ভুলতা আসবে এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হবে। এটি বরাক উপত্যকার অসংখ্য ক্যান্সার রোগীর জন্য নতুন আশার বার্তা বহন করছে।

Author

Spread the News