কল্যানী হাসপাতালে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : সুন্দরী মোহন সেবা ভবনে (কল্যানী হাসপাতালে) স্টিল অথোরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (সেইল) এর অনুদানে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন হল। রবিবার সকাল ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সেইলের স্বাধীন সঞ্চালক কানহাইয়া সারদা, সমাজকর্মী গৌরাঙ্গ রায়, হাসপাতালের সঞ্চালক ডাঃ কুমারকান্তি (লক্ষন) দাস, সুন্দরী মোহন মেমরিয়েল ট্রাস্টের সভাপতি প্রিয়কৃত ধর ও সদস্য ডাঃ দেবীদাস দত্ত।

শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ছত্রনারায়ন দত্ত গুপ্ত, মনোজ এবং কল্যানী দাম। প্রারম্ভিক বক্তব্যে ডাঃ শ্রীহনস সিপানী জন্মলগ্ন থেকে হাসপাতালের ইতিহাস সংক্ষেপে ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে ডাঃ সুন্দরীমোহন দাস থেকে শুরু করে ডাঃ কল্যানী দাসের উদ্যোগে এই হাসপাতালের সূচনা এবং পরবর্তীতে ডাঃ কুমারকান্তি দাস ও সহযোগী ডাক্তার ও সহকর্মীদের অবদানে কিভাবে এই হাসপাতাল আজ মহীরুহে হয় পরিণত তা উঠে আসে। একে একে বক্তব্য রাখেন প্রিয়ব্রত ধর, ডাঃ দেবীদাস দত্ত, গৌরাঙ্গ রায়, কানহাইয়া সারদা প্রমুখ।

কল্যানী হাসপাতালে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন

প্রত্যেক বক্তাই ডাঃ কল্যানি দাসের হাসপাতাল স্থাপনার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানান এবং হাসপাতালের সঙ্গে যুক্ত সকলের অবদানে গরীবের ভরষা এই হাসপাতালের ভূয়সী প্রসংশা করেন। ডাঃ কুমারকান্তি দাসের নিঃস্বার্থ-নীরলস সেবার কথা প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে। কানহাইয়া সারদা সেইলের পক্ষ থেকে এই অনুদান গ্রহন করার জন্য হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এতে অনেক গরীব রোগী উপকৃত হবেন বলে জানান। দুপুর ১২ টায় ফিতা কেটে সোনোগ্রাফি ও এন্ডোসকোপি কক্ষের উদ্ভোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা। জেলা আয়ুক্তকে সম্মাননা জানান হাসপাতালের সঞ্চালক ডাঃ কুমার কান্তি দাস। ডাঃ দাস তাঁর সংক্ষিপ্ত ভাষনে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। রোহনকুমার ঝা উনাকে অনুষ্ঠানে আমন্ত্রন জানানর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। প্রত্যেক বক্তাই এই হাসপাতালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডাঃ প্রবীর চক্রবর্তী, ট্রাস্ট সদস্য পীযূষ চক্রবর্তী, ডাঃ দীপঙ্কর দেব, ডাঃ পিনাকপানি দত্ত, ডাঃ সৌমিত্র দেব, ডাঃ দীপায়ন সাহা, ডা রেহান মজুমদার, জয়কুমার বরদিয়া, শ্লিষি সারদা, অশোক মারুতি, অমিত বরদিয়া, প্রমোদ শর্মা, মনোজ সোনায়ত, দীলু দাস, সুভকরন সিপানি ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্য ও এতদঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কল্যানী হাসপাতালে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন
কল্যানী হাসপাতালে সোনোগ্রাফি ও এন্ডোস্কোপি ইউনিটের উদ্বোধন

Author

Spread the News