সেবা কুঞ্জ ভবনের উদ্বোধন লালায়
বরাক তরঙ্গ, ১১ মে : সেবা সুরভি ন্যাস পরিচালিত সেবা কুঞ্জ ভবনের উদ্বোধন হল হাইলাকান্দি জেলার লালা শহরে। শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে গৃহ প্রবেশ অনুষ্ঠান হয়। এর আগে সকালে মঙ্গল ঘট প্রতিষ্ঠা ও পূজার্চনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা সুরভি ন্যাশের মুখ্য ট্রাস্টি অঞ্জন গোস্বামী ও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অভ্যর্থনা সমিতির সভাপতি রণজয় নাথ।
মুখ্য বক্তার বক্তব্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অসম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়া বলেন, মানব জীবনের মূল লক্ষ্য নর থেকে নারায়ন হওয়া। নর রূপে জন্ম নেওয়া মানুষ তার কর্মের মাধ্যমে নরোত্তম ও নারায়ন হতে পারে তেমনি নর রাক্ষস ও নর পিচাশ হতে পারে। নর সেবাই নারায়ন সেবা তাই সেবার মাধ্যমে নারায়ন পেতে হবে। সংঘ ব্যক্তি নির্মাণের মাধ্যমে দেশ নির্মাণের কাজ করে যাচ্ছে। সেবা সুরভীর এই ভবন সেবা কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, একেক যুগের এক যুগ ধর্ম রয়েছ, কলিযুগে সংঘঠন করাই যুগ ধর্ম।তিনি সবাইকে সেবা কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন প্রান্ত সংঘ চালক জ্যোৎস্নাময় চক্রবর্তী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিষ্ঠতম প্রচারক ভাস্কর কুলকর্নি, প্রান্ত কার্যবাহ প্রাক্তন অধ্যক্ষ সুভাষ চন্দ্র নাথ, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, জেলা সংঘ চালক লালমোহন নাথ, প্রাক্তন সংঘ চালক ভবানী চক্রবর্তী ও নগর সংঘ চালক নিরঞ্জন পাল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রচার প্রমুখ বিকাশ পাল।