পাথারকান্দিতে নিযুত মইনার প্রকল্পের উদ্বোধন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৮ আগস্ট : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথারকান্দি মডেল এইচ এইচএস স্কুলে অসম নিযুত মইনার প্রকল্পের উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার পাথারকান্দির ঐতিহ্যবাহী মডেল এইচ এইচএস স্কুলে অসম নিযুত মইনার প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরে স্কুল ছাত্রীকে হাতে বিশেষ এই প্রকল্পের প্রপত্র দিয়ে তিনি তাঁদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটি শিক্ষিত জাতি গঠনের আহ্বান জানান।

পাথারকান্দিতে নিযুত মইনার প্রকল্পের উদ্বোধন

তাঁর কথায় মুখ্যমন্ত্রী বলেছেন বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে অসম একদিন এই দেশকে পথ দেখাবে। তাই এই প্রথা রোধে তিনি অল্প বয়সে বিবাহ থেকে মেয়েদের সরে গিয়ে লেখাপড়ায় আরও যত্নশীল হবার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এদিন ঐতিহ্যবাহী এই মডেল এইচ এস স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর মঞ্জুরিকৃত ৮ কোটি টাকার প্রকল্পের ও আনুষ্ঠানিক ঘোষণা করেন।

পাথারকান্দিতে নিযুত মইনার প্রকল্পের উদ্বোধন

এ দিন স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে স্কুল অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, স্কুল পরিচালন সমিতির সদস্য তথা শিক্ষাবিদ নব কুমার সিনহা, বিজেপির মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন উপভোগ করেন।

Author

Spread the News