বড়যাত্রাপুর সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ‘নিযুত মইনা প্রকল্প’র উদ্বোধন

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : বড়খলার বড়যাত্রাপুর সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ‘নিযুত মইনা প্রকল্প’র উদ্বোধন হল। সারা রাজ্যের সঙ্গে বৃস্পতিবার বড়যাত্রাপুর সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে  রাজ্য সরকারের ‘নিযুত মইনা’ প্রকল্পের উদ্বোধন করেন শালচাপরা খণ্ড শিক্ষাধিকারিক নজরুল হক লস্কর। এ দিন বড়যাত্রাপুর সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহজাবিন চৌধুরী, অসম রাজ্য বিজেপি তপশিলি মোর্চার উপ সভাপতি অমলেন্দু দাস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আজিমুল বশর বড়ভূইয়া সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীদের মধ্যে “নিযুত মইনা” প্রকল্পের প্রপত্র বিতরণ করা হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে অসম রাজ্যিক বিজেপি তপশিলি মোর্চার উপ সভাপতি অমলেন্দু দাস,  ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বিজেপি সরকার ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে সরকার ‘নিযুত মইনা’ প্রকল্প হাতে নিয়েছে। এ ছাড়া মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন তিনি। সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে স্কিনে ভিডিও কনফারেন্সে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য সবাইকে শোনানো হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন সামসুদ্দিন মজুমদার সহ অন্যান্যরা।

বড়যাত্রাপুর সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 'নিযুত মইনা প্রকল্প'র উদ্বোধন

Author

Spread the News