মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মহিলা পরিচালিত শ্রী সারদা সংঘের চতুর্থ সর্বভারতীয় সচিব সভা শুরু হয়েছে শ্রীভূমি শহরের শ্রী সারদা সংঘ মন্দির প্রাঙ্গণে। তিনদিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সভাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরে সৃষ্টি হয়েছে এক বিশেষ ধর্মীয় ও সামাজিক আবহ। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত মহিলা সচিব ও প্রতিনিধিদের অংশগ্রহণে এই সভা পরিণত হয়েছে নারী শক্তি, চিন্তা ও আদর্শের এক মহামিলনক্ষেত্রে।
এই সভার সূচনা উপলক্ষে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রীভূমি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী সারদা সংঘের মন্দিরে এসে সমাপ্ত হয়। শঙ্খধ্বনি, ভজন, প্রার্থনা ও শ্রী সারদা দেবীর আদর্শমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভ্যর্থনায় শোভাযাত্রাটি এক অনন্য রূপ ধারণ করে।উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথমবারের মতো শ্রীভূমি শহরে শ্রী সারদা সংঘের সর্বভারতীয় সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে এই ঐতিহাসিক আয়োজনে স্থানীয় ভক্ত ও সমাজকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও গর্ববোধ।

সভায় শ্রী সারদা দেবীর জীবনদর্শন, ত্যাগ, সহানুভূতি ও নারীর আত্মশক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। তাঁর আদর্শকে সামনে রেখে কীভাবে নারীরা সমাজ ও পরিবারের বিভিন্ন ক্ষেত্রে আরও সক্রিয় ও সচেতন ভূমিকা পালন করতে পারেন সে বিষয়েও আলোকপাত করা হচ্ছে। সভার মাধ্যমে শ্রী সারদা দেবীর মানবিক দর্শন ও নৈতিক মূল্যবোধকে সমাজের সর্বস্তরের নারীদের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, এই তিনদিনের কর্মসূচিতে ধর্মীয় আলোচনা, প্রার্থনা সভা, অভিজ্ঞতা বিনিময়, সাংগঠনিক বৈঠক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সারদা দেবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীদের আত্মনির্ভরতা, সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।এই সভার মাধ্যমে নারী সমাজের মধ্যে ঐক্য, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হবে এমনটাই আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা। শ্রীভূমিতে অনুষ্ঠিত এই সর্বভারতীয় সভা নিঃসন্দেহে শ্রী সারদা সংঘের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।



