শ্রীভূমিতে মঙ্গলবার “সুরক্ষিত শৈশব সোনালি অসম” ৯০ দিনের শিশু সুরক্ষা অভিযানের উদ্বোধন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় শিশু সুরক্ষা জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার “সুরক্ষিত শৈশব সোনালি অসম” শীর্ষক ৯০ দিনের বিশেষ সচেতনতা অভিযান আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়েছে। মঙ্গলবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এই অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু সুরক্ষা ইউনিট, শ্রীভূমির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিটি শিশুর নিরাপত্তা গড়ে তোলে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও সোনালি অসম গড়ে তুলতে গুরুত্ব আরোপ করা হয়। আগামী ৯০ দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার অভিযান ও অংশীদারিত্বমূলক উদ্যোগ গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অমৃত রাজ চৌধুরী, জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব নিকুঞ্জ বড়ো, ডিআইপিআরও ইফতিখার জামান, এনএইচএম এর ডিপিএম হানিফ মোহম্মদ কৌশর আলম, শিশু সুরক্ষা আধিকারিক দেবযানী দাস, চাইল্ড হেল্প লাইনের প্রজেক্ট কোর্ডিনেটর ইয়াসমিন সুলতানা চৌধুরী সহ সমাজ কল্যাণ বিভাগ ও শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *