মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : শ্রীভূমি শহরের ঐতিহ্যবাহী সেটেলমেন্ট সাহেব বাড়িতে সৈয়দ আনোয়ার হোসাইন মাদানি রাহমাতুল্লাহি আলাইহির উরুস ও ওয়াজ মহফিল সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে করিমগঞ্জ মাইজডিহির সেটেলমেন্ট সাহেব বাড়িতে সোমবার দুপুর ১ টায় কোরান তিলাওয়াতের মাধ্যমে মহফিলের সূচনা হয়, যা চলতে থাকে রাত ১০ টা পর্যন্ত। এই মহফিলে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য আলিম-উলামা, মাদ্রাসার ছাত্র, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দের উপস্থিতিতে এক অনন্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। মহফিলে আউলিয়ায়ে কেরামগণের জীবনাদর্শ, সুফিবাদের শিক্ষা এবং সৈয়দ আনোয়ার হোসাইন মাদানি (রহ.)-এর পবিত্র জীবন ও অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সেটেলমেন্টের শাহ সুফি সৈয়দ মফিদুল হোসাইন রেজভি। সভাপতির ভাষণে তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সংঘটিত নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অমানবিক ও নিন্দনীয় নির্যাতন হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভারতের মুসলমান সমাজও এর বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে।তিনি আরও বলেন, ভারতবর্ষ বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছে। এই সৌহার্দ্য ও সম্প্রীতির কারণেই তো কবি বলেছেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা’। তিনি গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, তাঁর পিতা জীবিত থাকাকালীন সকল ধর্মের মানুষের মিলিত উদ্যোগে তাঁদের বাড়ির নামকরণ করা হয় ‘সৈয়দ স্মরণী আশ্রম’, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। পরিশেষে তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলামের নামে অশান্তি, হিংসা ও বিদ্বেষ ছড়ায়, তারা কখনোই প্রকৃত ইসলামের অনুসারী হতে পারে না।”
এই মহফিলে উত্তরপ্রদেশ থেকে আগত কাজিয়ে শহর রামপুর আল্লামা মুফতি ফয়জান রেজা আজহারি রামপুরি তাঁর সারগর্ভ বক্তব্যে বলেন, “আমরা সুফিবাদে বিশ্বাসী। আমরা আউলিয়া কেরামদের ভালোবাসি এবং উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন করি না। শান্তি, সহনশীলতা ও মানবিকতাই আমাদের পথ।

এছাড়াও মহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতুয়া মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ইমাদ উদ্দিন, মুফতি সিবতাইন রেজা মিসবাহি, হাইলাকান্দি থেকে আগত তরুণ বক্তা মওলানা গুলজার আহমেদ, রাতাবাড়ি থেকে মওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী, মওলানা হাফিজুর রহমান (ইমাম, গাইবি মসজিদ), মওলানা রাহেল আহমেদ, মওলানা ইসলাম উদ্দিন, মওলানা আনোয়ার হোসাইন ছাকাফি, মওলানা সৈয়দ ইকবাল হোসেন, হাফিজ ইমাদ উদ্দিন আত্তারী, হাফেজ আশরাফুল কাইয়ুম, মুফতি সাজেল নূরী, মাওলানা তৈয়বুর রহমান, মওলানা সৈয়দ আবু সালেহ নজমুদ্দিন কাছিম রেজা আত্তারিসহ আরও বহু বিশিষ্ট আলিম ও ধর্মীয় ব্যক্তিত্ব। সর্বশেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ মফিদুল হোসাইন রেজভি। মোনাজাতের মাধ্যমে মহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


