উধারবন্দে অষ্টমীর সকালে ধর্ষণের শিকার কিশোরী, গণধোলাই যুবককে

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : দুর্গোৎসবের আনন্দের মধ্যে জঘন্য ঘটনা ঘটল উধারবন্দে। প্রাতঃভ্রমণে যাওয়া ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হল। পরিবারের অভিযোগ মতে প্রাতঃভ্রমণে যাওয়ার সময় দাস পদবীর এক লম্পট যুবক অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার অষ্টমীর সকালে উধারবন্দ নগর চা-বাগান এলাকায়। যুবক কিশোরীকে অপহরণ করে নেওয়ার সময় স্থানীয় কয়েকজন শিশু ঘটনাটি প্রত্যক্ষ করে। তারা কিশোরীর পরিবারকে বিষয়টি জানায়। খবর পেয়ে জঙ্গলে গিয়ে বিবস্ত্র ও অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর জঙ্গলে যুবককে খুঁজতে শুরু করেন লোকরা। জঙ্গলে ভেতরেই ধরা পড়ে লম্পট যুবক। উত্তেজিত জনতা তাকে উলঙ্গ করে গণধোলাই দেয়।
পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। জনতা পুলিশের হাতে তাকে তুলে দেন। কিশোরীর পরিবারের লোকরা উধারবন্দ থানায় মামলা দায়ের করেন।
