পাথারকান্দিতে লরির সামনাসামনি বাইক, হত ১
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : দুর্গোৎসবে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল করিমগঞ্জের পাথারকান্দিতে। অসম-ত্রিপুরা জাতীয় সড়কে পাতাকান্দি এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটল বাইক চালকের। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার দুপুরে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ত্রিপুরা দিক থেকে আসা লরির সামনাসামনি হয়ে যায় উল্টো দিক থেকে বাইকটি। লরির নিচে ঢুকে পড়ে। বাইকে ছিলেন দুই যুবক। লরিচালক দুর্ঘটনায় এড়াতে আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হন। লরি নিয়ে খাদে ফেললেও বাইক আরোহীদের রক্ষা করতে পারেননি। ঘটনাস্থলে প্রাণ হারান বাইক চালক বিশ্বদীপ ব্যানার্জি। গুরুতর আহত হন বাইক আরোহী করণ সিংহ। দুর্ঘটনার পর স্থানীয়রা পৌঁছে আহত করণ সিংকে পাথারকান্দি হাসপাতলে পাঠিয়েছেন। এরপর ট্রাফিক পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। দুই যুবকের বাড়ি পাথারকান্দি রাজবাড়ি এলাকায়।