ট্রলিতে শিশুর দেহ, মায়ের পরকীয়ার বলি, সন্দেহে আটক ২

বরাক তরঙ্গ, ১১ মে : গুয়াহাটি মহানগরের বশিষ্ঠ এলাকার বন দপ্তরের অফিসের কাছে একটি নির্জন স্থানে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া মানবদেহ নিয়ে চাঞ্চল্য অব্যাহত রয়েছে।  মৃতদেহটি মৃন্ময় রাজবংশীর হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখযোগ্য যে, শিশুটি জয়নগর চারিয়ালি থেকে নিখোঁজ হয়েছে। শনিবার সন্ধ্যায় দিসপুর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃতদেহটি ১০ বছর বয়সী একটি শিশুর বলে চিহ্নিত হয়েছে। শিশুর দেহ উদ্ধারের সঙ্গে সম্পর্কিতভাবে, পুলিশ একটি সন্দেহভাজন জিতুমণি হালৈকে আটক করেছে। অপরদিকে, পুলিশ শিশুর মাকেও গ্রেফতার করেছে।

শিশুটি মায়ের অবৈধ প্রেমের কারণে একটি হত্যার শিকার হয়ে গেল। জিতুমণি হালার এবং শিশুটির মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল।

ট্রলিতে শিশুর দেহ, মায়ের পরকীয়ার বলি, সন্দেহে আটক ২
Spread the News
error: Content is protected !!