কৃষ্ণেন্দু পালের উপস্থিতিে মণিপুরি সম্প্রদায়ের শতাধিক লোক বিজেপিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ এপ্ৰিল : ফের বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথারকান্দি বিধানসভার দক্ষিণ প্রান্তের বালিপিপলা জিপির মানিকবন্দ, বালিয়া, টাংগিয়া বালিপিপলা বাজার সহ জিপির বিভিন্ন ওয়ার্ডের উপজাতি ও মণিপুরি সম্প্রদায়ের কংগ্রেস দলের ভোটাররা বিজেপিতে ভিড়েন। তাঁরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে কংগ্রেস শিবির ত্যাগ করে গেরুয়া বসন পরিধান করলেন। বুধবার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল দলীয় প্রার্থীর পক্ষে ভোটের প্রচার অভিযান চালাতে বালিপিপলা বাজার এক সভায় উপস্থিত হন। সভায় বালিপিপলা জিপির বিভিন্ন ওয়ার্ডের ভোটার কংগ্রেস দল ছেড়ে বিজেপির টুপি পরিদান করে দলে যোগদেন।

কৃষ্ণেন্দু পালের উপস্থিতিে মণিপুরি সম্প্রদায়ের শতাধিক লোক বিজেপিতে

অনুসূচিত জাতি মোর্চার লোয়াইরপোয়া ব্লক মণ্ডলের সভাপতি শ্রীমত দাসের পৌরহিত্যে বক্তব্য পেশ করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, অসম প্রদেশ এসসি মোর্চার সম্পাদিকা কল্পনা দাস, এসসি মোর্চার জেলা প্রভারী দীপক দাস, মোর্চার করিমগঞ্জ জেলা সভাপতি ননীগোপাল রায় প্রমুখ। প্রত্যেকেই নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা করেন সভায়।

কৃষ্ণেন্দু পালের উপস্থিতিে মণিপুরি সম্প্রদায়ের শতাধিক লোক বিজেপিতে

বিধায়ক কৃষ্ণেন্দু নিজ বক্ত‌ব্যে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের জয়গান করেন। তি‌নি এদিন বালিপিপলা জিপির আমুল পরিবর্তন দর্শিয়ে বলেন এটাই বিজেপি পরিচালিত সরকারের লক্ষ্য। তি‌নি বলেন, মিশ্র জনবসতি বালিপিপলাতে আগে সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল ছিল। আজ বেশ কয়েকটি পাকা সড়ক পথ হয়েছে। পাশাপা‌শি বিশুদ্ধ পানীয় জল সহ সরকারের প্রতি‌টি প্রকল্পের সুবিধা ভোগ করছেন যোগ্য সুবিদাভোগীরা। এতে ওই প্রত্যন্ত এলাকার গোটা পরিবেশ অনেক ভালো হয়েছে। পরিশেষে বিধায়ক উন্নয়ন স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী কৃপানাথকে ভোট প্রদানের আহ্বান জানান সভায়।

Author

Spread the News