ধলাইয়ে পরিমলের উপস্থিতিতে শতাধিক সংখ্যালঘু বিজেপিতে
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : স্বেচ্ছায় সংখালঘুরাও বিজেপিতে যোগ দিচ্ছেন। মঙ্গলবার নিজ কেন্দ্র ধলাইয়ের সপ্তগ্রামের লোকনাথপুরে এক সভায় দক্ষিণ ধলাই এলাকার বিভিন্ন গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ১২০ জন বিজেপিতে যোগদান করেন।
এ দিন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের শক্তিকেন্দ্র প্রমুখ নবেন্দু লস্করের পৌরহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, গত ৩৫ বছর ধরে ধলাইয়ের মানুষ আমাকে ভালোবেসে ৫ বার বিধানসভায় পাঠিয়েছেন। এবার দলীয় নেতৃত্ব নরেন্দ্র মোদির হাতকে শক্ত করতে লোকসভায় পাঠাতে চায় আমাকে। তিনি তাদের আহ্বানে সাড়া দিয়ে আসছে নির্বাচনে শিলচর লোকসভা আসনের একজন পদপ্রার্থী। তিনি এও বলেন, “ধলাই কেন্দ্র আমার পরিবার, আজ আমি এখানে নির্বাচনী প্রচারে এসেছি, বিধানসভা পরিসর ছোট, লোকসভা পরিসর অনেক বড়, পুনরায় এসে নির্বাচনী জনসভায় যোগদান করা সম্ভব না হতে পারে। সকলের কাছে আহবান আপনারা অতীতে যেভাবে আমাকে জয়ী করে এসেছেন, এবারও আমাকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্ত করতে সহযোগিতা করবেন”।
সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সাধারণ সম্পাদক শশাঙ্কচন্দ্র পাল, কার্যকরী সদস্য ভূষণ পাল, ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি বিধানচন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রীতিশচন্দ্র দাস, মাতৃভূমি সংস্থার সভাপতি সিতাংশু দাস, কৃষ্ণচন্দ্র সিংহ, ফখরুল লস্কর প্রমুখ।