এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : দলত্যাগী সহ অন্য়ান্যদ দল থেকে কংগ্রেসে ফিরলেন বহু কর্মী। শনিবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাঠের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। বিজেপি, এআইইউডিএফ ও আম আদমি পার্টি ছেড়ে দলে যোগদান করা সবাইকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শিলচর কংগ্রেসের কর্মকর্তা সহ এআইসিসির সম্পাদক।

এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী

এ দিন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর শাঠে। বক্তব্যে দলের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা কংগ্রেসে যোগদান করায় দল আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আসন্ন ধলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল কোমর বেধে ময়দানে নামবে বলেও জানিয়েছেন পৃথ্বীরাজ। ধলাইয়ের ব্লক কমিটি সহ সব স্তরের কর্মীদের সঙ্গে শীঘ্রই বৈঠক আয়োজন করা হবে। ধলাই কেন্দ্রে কংগ্রেসের পাখির চোখ রয়েছে বলে উল্লেখ করেন। দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জিতিয়ে আনার দল প্রয়াস অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, প্রাক্তন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর, সঞ্জীব রায় প্রমুখ।

এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী

এ দিন সোনাই বিধানসভা ভিত্তিক আম আদমি পার্টির কনভেনার আইনজীবী শামসুজ্জামান মজুমদার (পারভেজ) ও সম্পাদক জিয়াউর রহমান লস্কর সহ ৩৯জন কার্যকরী সদস্য আম আদমি পার্টি ত্যাগ করে কংগ্রেস দলে যোগ দেন। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে ধলাই থেকে আরও ৬০ জন বিজেপি এবং এআইইউডিএফ দল ত্যাগ করে কংগ্রেস যোগ দেন। উল্লেখ্য, শামসুজ্জামান মজুমদার যুব কংগ্রেসের সোনাই বিধানসভা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। পরবর্তীতে জেলা কংগ্রেসের সম্পাদক পদে ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে দলবল নিয়ে তিনি দলত্যাগ করে কেজরিওয়ালের দলে যোগ দিয়েছিলেন। তিনি কংগ্রেসে ফেরায় অনেকে খুশি হয়েছেন।

Author

Spread the News