ফের উত্তপ্ত বাংলাদেশ, মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

৩ আগস্ট : ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি বাংলাদেশে। গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা দুটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেন। সংঘর্ষে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলি খান এ তথ্য নিশ্চিত করেন।

ফের উত্তপ্ত বাংলাদেশ, মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

তিনি জানান, শনিবার মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেন। এ সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। হয়তো পড়ে গিয়ে বা কোনো কিছুর সঙ্গে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন, বাড়ি সাতক্ষীরায়। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।

ফের উত্তপ্ত বাংলাদেশ, মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ দিন সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে।

শাহবাগ অবরোধের ফলে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এসময় আন্দোলনকারীদের, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দফা এক-দাবি এক ‘শেখ হাসিনার পদত্যাগ’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘স্বৈরাচার গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

Author

Spread the News