বীরাঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস পালন, শোক জুবিনের অকাল মৃত্যুতে

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহিদ বীরাঙ্গনা কনকলতার ৮৪তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কনসোমল। এ উপলক্ষে শনিবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে শহিদ কনকলতার অস্থায়ী বেদী স্থাপন করে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার ছবি বসিয়ে মাল্যদান করেন এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের সহসম্পাদক পল্লব ভট্টাচার্য সহ সংগঠনের জেলা সহ-সভাপতি আপনলাল দাস, সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ। এআইডিওয়াইও’র পক্ষে মাল্যদান করেন সৌরভ দেব, এআইএমএসএস এর পক্ষে মাল্যদান করেন খাদেজা বেগম লস্কর, কমসোমলের পক্ষে মাল্যদান করেন জেলার আহ্বায়ক অরূপ মালাকার। কনকলতার পথিকৃতির উদ্দেশ্যে গার্ড অব ওনার প্রদর্শন করে কমসোমলের সদস্য সদস্যরা।

এছাড়াও ধোয়ারবন্দ বাজারে অস্থায়ী শহিদ বেদী স্থাপন করে মাল্যদান করেন এসইউসিআই (সি) দলের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ, এআইডিএসও’র রাজ্য কাউন্সিলের সহ-সভাপতি ও কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, এআইডিওয়াইও’র পক্ষে সুজিত আকুড়া। মাল্যদান অনুষ্ঠানের পর অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য।

বীরাঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস পালন, শোক জুবিনের অকাল মৃত্যুতে
বক্তব্য রাখছেন এআইডিএসও-র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য।

তিনি বলেন, কনকলতা যে স্বপ্ন নিয়ে মাত্র ১৭ বছর বয়সে শহীদত্ব বরণ করেছিলেন তা আজও অপূরিত। দেশ ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলেও দেশের পুঁজিপতি শ্রেণী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। ফলে দেশের ৯৫ ভাগ মানুষের অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা আজও আসেনি। শাসক বিজেপি সহ সমস্ত ধনীক শ্রেণীর তাবেদার রাজনৈতিক দলগুলো দেশের মানুষের মধ্যে জাত-পাত-ধর্ম-বর্ণের নামে বিভাজন তৈরি করে জনগণকে অবাধে শোষণ করার সুযোগ পুঁজিপতিদের করে দিয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে কনকলতাদের মতো বীর, বীরাঙ্গনাদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান যুগপোযোগী আদর্শের ভিত্তিতে মরণপণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস যথার্থভাবে অধ্যয়ন করার তিনি আহ্বান জানান।

এছাড়াও আজ এআইডিএসও’র পক্ষ থেকে অসমের বিভিন্ন জেলার সঙ্গে কাছাড় জেলাতেও কনকলতার আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠান শেষে অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ক্ষুদিরাম মুর্তির পাদদেশে শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর পক্ষ থেকেও কনকলতার আত্মবলিদান দিবস উদযাপন করা হয়। সমিতির পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন দীপঙ্কর চন্দ, দুলালী গাঙ্গুলি, দিলীপ নাথ, চাম্পালাল দাস প্রমুখ। এ দিনের বিকেলের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!