অসম সত্র মহাসভার সংবর্ধনা সমারোহ অনুষ্ঠিত পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অসম সত্র মহাসভার বরাক উপত্যকা মণ্ডলের সভাপতি অধির দাস ও সম্পাদক বিশ্বজিৎ সিংহের ব্যবস্থাপনায় সংবর্ধনা সমারোহ অনুষ্ঠিত হয় পাথারকান্দি সৈনিক ক্লাবে। অনুষ্ঠানের সূচনা হয় রবিবার স্বচ্ছ ভারত মিশন কার্যসূচির মাধ্যমে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরে ধর্ম ধ্বজ উত্তোলন, লাচিত বরফুকনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহিদ বেদীতে মাল্যদান করা হয়। 

অনুষ্ঠানে অসম সত্র মহাসভার উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করেন মহাসভার সম্পাদক প্রধান কুসুমকুমার মহন্ত। সভায় প্রায় ৬০ জনের অধিক ব্যক্তি অসম সত্র মহাসভায় যোগদান করেন এবং তাঁদের আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। এ দিনের সভায় গধাধরপুর এক্স সার্ভিসম্যান ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে ব্রজকুমার সিংহ এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে ১০০ বিঘা জমি অসম সত্র মহাসভাকে দান করেন। দান করা এই জমিতে ভবিষ্যতে একটি আধ্যাত্মিক ইউনিভার্সিটি স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেন সম্পাদক প্রধান কুসুমকুমার মহন্ত।

অসম সত্র মহাসভার সংবর্ধনা সমারোহ অনুষ্ঠিত পাথারকান্দিতে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সিংহ, অনিমেষ মেধি, পিলু সিনহা, ডাঃ মানস সিনহা, নিরঞ্জন সিনহা, লক্ষীন্দ্র সিনহা, সুরঞ্জন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মহতী উদ্যোগের মাধ্যমে অসম সত্র মহাসভার কার্যক্রম আরও প্রসার লাভ করবে বলে আশাবাদী আয়োজকরা।

অসম সত্র মহাসভার সংবর্ধনা সমারোহ অনুষ্ঠিত পাথারকান্দিতে

Author

Spread the News