জেলায় ফের দুর্ঘটনা, মহাসড়কে বন্ধ টিপারে ধাক্কায় হত বাইক আরোহী

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : ফের দুর্ঘটনা জেলায়। আরও এক যুবকের প্রাণ গেল। রবিবার উধারবন্দ থানা এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক। ঘটনাটি ঘটে এদিন রাত ৭টা নাগাদ। হত উজ্জ্বল সিং (৩৫) ছিলেন রংপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, উজ্জ্বল বাইকে চড়ে উধারবন্দ থেকে শিলচরের দিকে যাচ্ছিলেন। গোসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে উজ্জ্বল গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, শনিবার জাটিঙ্গামুখে টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তারিণীপুরের বছর উনিশের সালমান হোসেন লস্কর নামে এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় উধারবন্দের মধুরা অমরানগর সড়কের বাজার এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় শিলচর মালুগ্রামের ঘনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে রাজদীপ সরকারের (২৫)। ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কর্মীর মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরও তিনজন।