বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : ভোররাতে রাজ্যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ এই কম্পন টের পান রাজ্যবাসী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মরিগাঁও জেলা। ভূ-গর্ভের প্রায় ৫০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পে মরিগাঁওয়ের নীরজ কুমার ও জয়মতী দেউরী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অসম ছাড়াও মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুণাচল প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এছাড়া ভুটান ও বাংলাদেশেও এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।



