ভোরে লরির ধাক্কায় হত দিনমজুর, ক্ষুব্ধ জনতার জাতীয় সড়ক অবরোধ

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২০ মার্চ : ভোরে কাজের তাগিদে বের হয়ে আর ঘরে ফেরা হল না তিন কন্যাসন্তানের বাবা আলিম উদ্দিনের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আলিম উদ্দিন। তিনি পেশায় দিনমজুর। 

বুধবার ভোরে কালাইনের অদূরবর্তী কাঁকড়াখাল এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে এমন ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় বছর চল্লিশের ওই দিনমজুরের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে বসেন। অবরোধে উভয় পাশে সব ধরনের গাড়ি লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে। খবর পেয়ে পৌঁছে পুলিশ।

ভোরে লরির ধাক্কায় হত দিনমজুর, ক্ষুব্ধ জনতার জাতীয় সড়ক অবরোধ

এ দিকে, স্থানীয়রা পিছু ধাওয়া করে এনএল ০১ এডি ৬২৮৫ নম্বরের ঘাতক ১২ চাকার লরিটি মেঘালয়ের রাতাছড়াতে আটক করতে সক্ষম হন। হত আলিমের প্রতিবেশী সূত্রে জানা গেছে পবিত্র রমজানের সেহরির শেষ করে ভাটপাড়া বাড়ি থেকে বেরিয়ে জাতীয় সড়ক দিয়ে করচূড়া এলাকায় গাড়িতে শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে রওয়ানা দেন আলিম। জাতীয় সড়কের পাশ দিয়ে কিছুদূর যাওয়ার পর বেপরোয়া গতিতে আসা  লরিটি ধাক্কা মেরে বৈদ্যুতিক খুঁটিতে চেপে দেওয়ায় সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে তাঁর ।

জানা গেছে, তিন কন্যা সন্তানের বাবা আলিম উদ্দিন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।

Author

Spread the News