দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষে মঙ্গলবার আমড়াঘাটের সম্পূর্ণ বাজার এলাকা সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। উৎসবকে কেন্দ্র করে সবজি, ভুসিমাল, ছিঁড়ামুড়ি, গুড় ও মাংসের দোকানগুলোতে ছিল ক্রেতাদের বিশেষ আনাগোনা। তবে অন্যান্য সব দোকানের তুলনায় মাছের বাজারেই ভিড় ছিল সবচেয়ে বেশি।
মকর সংক্রান্তিতে মাছের বিশেষ চাহিদাকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির তাজা মাছ নিয়ে সকাল থেকেই আড়তগুলোতে সাজানো হয় পসরা। ইলিশ, রুই, কাতলা, বোয়াল থেকে শুরু করে দেশি ছোট মাছের দোকানেও দেখা যায় উপচে পড়া ভিড়। তাজা মাছ কিনতে মানুষের ঢল নামায় মাছের আড়তগুলোতে দরদাম ও কোলাহলে সরগরম পরিবেশ তৈরি হয়।
বাজারজুড়ে ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততায় ছিল আলাদা এক উৎসবের আবহ। অনেকে পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ব্যস্ত ছিলেন, আবার কেউ কেউ আগাম আয়োজনের প্রস্তুতিতে বাজারে ভিড় জমিয়েছেন। ব্যবসায়ীদের মতে, মকর সংক্রান্তি উপলক্ষে আজ বাজারে বেচাকেনা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হয়েছে।
সব মিলিয়ে উৎসবের কেনাকাটায় ব্যস্ত মানুষের উপস্থিতিতে আমড়াঘাটের বাজারের প্রতিটি অংশ ছিল প্রাণবন্ত। ক্রেতা ও ব্যবসায়ীদের এই মিলিত উচ্ছ্বাসে আজ আমড়াঘাটের পুরো বাজার মকর সংক্রান্তির আনন্দে রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে।



