বিহুর আনন্দের মাঝেই পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু, আহত ৩

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : উৎসবমুখর ভোগালী বিহুর আনন্দের মাঝেই নেমে এলো শোকের ছায়া। বিহুর সময়ে শূকর বিক্রি করতে এসে প্রাণ হারালেন এক যুবক। টিয়কের বামুনপুখুরি দিহিঙিয়া গ্রামে সংঘটিত এক ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারির ভোররাতে প্রায় সাড়ে তিনটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শূকর বিক্রির জন্য জায়গা পরিষ্কার করার সময় একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে চাপা দেয়। আহতদের তৎক্ষণাৎ যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও দু’জন যুবকের মৃত্যু হয়।

নিহতরা হলেন অভিজিত ফুকন (২২) এবং অমৃত গগৈ (প্রায় ৫০)।
আহতদের মধ্যে রয়েছেন প্রণজিৎ গগৈ, মানস গগৈ ও পোনাকণ। সূত্রের খবর, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বর AS-03-AN-9141। গাড়িটির চালক হিসেবে এক বিজেপি নেতা মিন্টু গগৈর নাম উঠে এসেছে। দুর্ঘটনা ঘটিয়েই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পলাতক ওই বিজেপি নেতার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
সমগ্র ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আরও তথ্য সামনে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *