চতুর্থ দফার নির্বাচনে গোটা দেশে ভোট ৬২.‌৩০ শতাংশ, জম্মু–কাশ্মীরে ৩৫.‌৭৫ শতাংশ

১৩ মে : চতুর্থ দফার নির্বাচনে গোটা দেশে ভোট পড়ল ৬২.‌৩০ শতাংশ। সোমবার দেশের ৯৬ আসনে হল ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে তেলঙ্গানার ১৭ আসন, অন্ধ্রপ্রদেশের সবকটি অর্থাৎ ২৫ আসন, উত্তরপ্রদেশের ১৩ আসন, বিহারের ৫ আসন, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, পশ্চিমবঙ্গের ৮ ও জম্মু–কাশ্মীরের একটি আসনে।

দেশে বিকেল পাঁচটা অবধি ভোট পড়েছে ৬২.‌৩০ শতাংশ। পশ্চিমবঙ্গের আট আসনে ভোট পড়েছে ৭৫.‌৬৬ শতাংশ। আর সবচেয়ে কম ভোট পড়েছে জম্মু–কাশ্মীরে। সেখানে ভোটের হার মাত্র ৩৫.‌৭৫ শতাংশ।

এদিন ভাগ্যনির্ধারণ হল ১,৭১৭ জন প্রার্থীর। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, তৃণমূলের মহুয়া মৈত্র, ইউসুফ পাঠান, কংগ্রেসের অধীর চৌধুরি, অন্ধ্রপ্রদেশ কংগ্রেস প্রধান ওয়াই এস শর্মিলার ভাগ্য নির্ধারণ হল এদিন।

Author

Spread the News