হুমকির মুখে নাগরিকত্ব! বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান যৌথমঞ্চের

হুমকির মুখে নাগরিকত্ব! বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান যৌথমঞ্চের

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : নাগরিকত্ব নিয়ে বাঙ্গালিদের নিয়ে ছিনিমিনি খেলতে বিজেপি। এই অভিযোগ এনে ওই দলকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানালো ১৭ টি সংগঠনের যৌথ মঞ্চ।
সিআরপিসিসি, সিআরপিসি, এআইইউটিইউসি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর সিভিল রাইটস, মার্চ ফর সায়েন্স, ইয়াসি, আম্মা, ফোরাম ফর সোশাল হারমনি, কোরাস, ভাষা আইন সুরক্ষা সমিতি ইত্যাদি ১৭ টি সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই আহ্বান জানানো হয়। তাঁরা বলেন, আধার, নাগরিকত্ব, নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি নিয়ে মানুষকে যেভাবে হয়রানীর শিকার হতে হচ্ছে, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার। তাদের কথায়, নাগরিকত্বই যখন হুমকির মুখে তখন বিজেপিকে ভোট না দেওয়াই হবে উপযুক্ত জবাব। বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে মানুষের এসব দুর্দশার অবসান ঘটবে না।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অরিন্দম দেব, সুব্রত চন্দ্র নাথ, মিহির নন্দী, হিল্লোল ভট্টাচার্য, রফিক আহমদরা বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের ডি-ভোটার সমস্যা সমাধান হয়ে যাবে ছয় মাসের মধ্যে। এর আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ধরে বিজেপির অনেকেই নাগরিকত্বকে ঘিরে উদ্ভূত সমস্যা নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেসব কিছুই বাস্তবায়িত হয়নি। বরং ডিটেনশন ক্যাম্প (ট্রানজিট ক্যাম্প)-এ  থেকে প্রাণ হারাতে হয়েছে অনেককে। এছাড়া ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এমন আইনি পরিস্থিতি তৈরি করেছে যেখানে ভারতে জন্মগ্রহণকারী এবং দশকের পর দশক ধরে এদেশে বসবাস করা বহু মানুষও নাগরিকত্ব হারাচ্ছেন। এনআরসির প্রসঙ্গ উল্লেখ করে তারা বলেন, এই প্রক্রিয়ায় দাবি -আপত্তির পর্যায়ে এ রাজ্যের লক্ষ লক্ষ লোকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর তাদের আধার কার্ড  আটকে রাখা হয়েছে। যার দরুন এই লোকেরা বঞ্চিত রয়েছেন বিভিন্ন সরকারি সুবিধা থেকে।

হুমকির মুখে নাগরিকত্ব! বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান যৌথমঞ্চের

এই প্রসঙ্গ উত্থাপন করে অরিন্দম দেবরা বলেন, আধার কার্ড আটকে থাকায় লক্ষ লক্ষ লোককে যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা সুরাহার জন্য সর্বশেষ সচিত্র ভোটার তালিকাকেই গ্রহণযোগ্য দলিল হিসেবে মান্যতা দেওয়া উচিত। এ ছাড়া জন্মসূত্রে নাগরিকত্বের বিধানকেও পুনর্বহাল করা এবং আধার তথা নাগরিকত্ব সমস্যার সমাধান খুবই জরুরী। এসব দাবি পূরণের লক্ষ্যে এবারের লোকসভা নির্বাচনে নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলার দরুন বিজেপিকে একটি ভোট না দেওয়ারও আহ্বান জানিয়েছে মঞ্চের কর্মকর্তারা।

Author

Spread the News