কৃত্রিম বন্যায় ভাসছে মহানগর, খানাপাড়া- জালুকবাড়ি এলাকায় হাহাকার পরিস্থিতি

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : গুয়াহাটিতে আবহাওয়ায় নিয়েছে ভয়ঙ্কর রূপ। দুপুরের এক দফা বর্ষণে ভাসছে মহানগর। খানাপাড়া-জালুকবাড়ি সংযোগকারী ২৭ নম্বর জাতীয় সড়কে হাহাকার পরিস্থিতি। খানাপাড়া থেকে জালুকবাড়ি অভিমুখী জাতীয় সড়ক নদীর মতো রূপ নিয়েছে। বরাগাঁও, বেহারবাড়ি, নালাপাড়ায় ভয়ঙ্কর বানের সৃষ্টি হয়েছে। বানের কারণে জাতীয় সড়কে বিকল হয়ে পড়েছে একাধিক যানবাহন।

জাতীয় সড়কে বলেরো, ইনোভা-সহ বেশ কয়েকটি গাড়ি বানে ডুবে গেছে। ২৭ নম্বর জাতীয় সড়কে কোমরসমান জল জমে গেছে। বানের কারণে জাতীয় সড়কে তৈরি হয়েছে ভয়াবহ যানজট।

এ দিকে, কৃত্রিম বন্যার কবলে পড়েছে লখড়া থেকে নেপালি মন্দির সংযোগকারী পথ। উল্লেখ্য, লখড়া থেকে নেপালি মন্দির সংযোগী রাস্তায় বর্তমানে উড়ালসেতুর নির্মাণকাজও চলছে।

এ দিকে, যোরাবাটে কৃত্রিম বন্যায় এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গত রাত থেকে এক যুবক নিখোঁজ।নিখোঁজ যুবকের নাম রোহিতাস চৌধুরী। পুলিশ-এসডিআরএফ যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Spread the News
error: Content is protected !!