সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ-জনতা সংঘৰ্ষ, হত দুই

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : তিন দিন ধরে সোনাপুরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন। প্রায় শতাধিক দখলদারকে উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবারও প্রশাসনও কচুতলিতে উচ্ছেদ অভিযান চালানোর জন্য পৌঁছে। উচ্ছেদের জন্য সকালেই পৌঁচে পুলিশ ও প্রশাসনের দল। কিছুলোক তাদের উপর আক্রমণ করে বসে। লোকরা উগ্র রূপ ধারণ করে ধারালো অস্ত্র, লাঠি এবং পাথর ছুঁড়ে অভিযানকারীদের ওপর আক্রমণ করে বসে। তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এক সময় রুদ্রমূর্তি দেখে পুলিশকে ঘটনাস্থল থেকে কেটে পড়তে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সশস্ত্র পুলিশ ও সিআরপিএফ প্রথমে লাঠি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। সংঘর্ষে আহতদের সোনাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে হায়দর আলি এবং জুয়াহিদ আলি নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, শাহজাহান আলি সহ দুই জবরদখলকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

হামলায় আহত হয়েছেন সোনাপুরের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট এবং দুই পুলিশ কর্মী। এদিকে, জবরদখলকারী দুজনের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি করা হলেও এখনও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনও তথ্য প্ৰকাশ করা হয়নি। গ্রামে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং সিআরপিএফ।

সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ-জনতা সংঘৰ্ষ, হত দুই
সোনাপুরে উচ্ছেদ নিয়ে পুলিশ-জনতা সংঘৰ্ষ, হত দুই

Author

Spread the News