‘যতদিন এমন নারী থাকবে, ততদিন এ ধরনের মৃত্যুগুলো ঘটতেই থাকবে’ডেলিভারি বয়ের সুইসাইড নোট
২৪ সেপ্টেম্বর : যতদিন এমন নারী থাকবে, ততদিন এ ধরনের মৃত্যুগুলো ঘটতেই থাকবে,’ এই কথা লিখে এক যুবক আত্মহত্যা করেছে। মৃত যুবক একজন ডেলিভারি বয় ছিল এবং এই ঘটনাটি চেন্নাইয়ের কোলাথুর এলাকায় ঘটেছে।
এই ঘটনা বর্তমানে তামিলনাড়ুতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে, যার পেছনের কারণ হলো যুবকের লেখা সুইসাইড নোট।
আত্মহত্যা করা ডেলিভারি বয়ের নাম পবিত্রন। ধারণা করা হচ্ছে, তার আত্মহত্যার জন্য একজন মহিলা গ্রাহক দায়ী। পবিত্রন বি.কম. এর পড়াশোনা করছিল, তবে পরিবারের খরচ চালানোর জন্য ডেলিভারি বয়ের কাজ করত। ১১ সেপ্টেম্বর পবিত্রন প্রতিদিনের মতো কাজে যায়। ওই দিন কোরাট্টুরের একজন মহিলা গ্রাহক একটি অর্ডার করেছিলেন, যেটি পবিত্রন ডেলিভারি করতে বের হয়। কিন্তু গ্রাহকের বাড়ি খুঁজে পেতে তার বেশ সময় লাগে, যার ফলে ডেলিভারিতে দেরি হয়।
পবিত্রন যখন গ্রাহকের বাড়িতে পৌঁছায়, তখন সেই মহিলা তাকে দেরি হওয়ার কারণে কড়া কথা শোনায় এবং তার সাথে তর্ক শুরু করে। শুধু তাই নয়, সেই মহিলা ফুড ডেলিভারি অ্যাপে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। এতে পবিত্রন ক্ষিপ্ত হয়ে মহিলার বাড়িতে পাথর ছুড়ে মারেন, যার ফলে তার জানালার কাচ ভেঙে যায়। এরপর মহিলা থানায় গিয়ে পবিত্রনের বিরুদ্ধে অভিযোগ করেন।
মহিলা গ্রাহকের পুলিশের কাছে অভিযোগ করার পর পবিত্রন মানসিকভাবে ভেঙে পড়ে। এর ফলে, ১৮ সেপ্টেম্বর সে তার বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। তখন তারা পবিত্রনের লেখা একটি সুইসাইড নোট পায়। সেখানে লেখা ছিল, “ডেলিভারি দিতে গিয়ে সেই মহিলা আমার সাথে তর্ক করল, গালিগালাজ করল, যার কারণে আমি ডিপ্রেশনে চলে গেলাম। যতদিন এমন নারী থাকবে, ততদিন এ ধরনের মৃত্যুগুলো ঘটতেই থাকবে।”
এই সুইসাইড নোটের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে তার মৃত্যুর জন্য মহিলা গ্রাহকই মূলত দায়ী। এখন সবার নজর এই বিষয়ে রয়েছে যে পুলিশ ওই মহিলার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়।