পাঁচগ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিটে আহত ১৫
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : পাঁচগ্রাম থানাধীন বক্রিহাওর তৃতীয় খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মারপিটে ১৫ জন আহত হয়েছেন। দা, লাঠি দিয়ে মারপিটে গুরুতর আহত হয়েছেন দু’পক্ষের ৫ জন। কাশিম উদ্দিন লস্করের অভিযোগ, কয়েক বছর থেকে তাঁদের জমিতে জবর দখল করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন একই গ্রামের সাকির আহমেদরা। কাশিম জানিয়েছেন, কিছুদিন আগে গ্রামের মুরব্বিরা বসে বিচার করলে কাশিমদের পক্ষে রায় আসে। অপরপক্ষ সেই বিচার না মেনে আদালতের দ্বারস্থ হন। ঐ সময় বিবাদী জমিনে বেড়া বসান কাশিমরা। অথচ আগামী ৫ এপ্রিল সেই মামলার শুনানি রয়েছে আদালতে। তার আগেই হঠাৎ করে বুধবার সকালে দা, লাঠি নিয়ে বেড়া ভাঙতে আসেন সাকির আহমেদরা। তখনই তাঁদের বাধা দিতে গিয়ে দায়ের লাঠি ও দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হন কাশিম উদ্দিন লস্কর, শাহারুল আলম লস্কর, মঈন উদ্দিন লস্কর, খাইরুল জামান লস্কর, ইসলাম উদ্দিন লস্কর, জাবির হুসেন লস্কর, বদরুজ্জামান লস্কর, বুরহান উদ্দিন লস্কর।
এদিকে, অপরপক্ষের সাকির আহমেদ লস্কর বলেন, দীর্ঘ ৬৪ বছর থেকে এই জমির দখলে রয়েছেন তাঁরা। এখানে ব্রিলিয়ান্ট পাবলিক স্কুল নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও করেছেন। গতরাতে হঠাৎ করে কাশিমরা এই জমিতে বেড়া দিয়ে দেয়। বুধবার সকালে সাকির আহমেদ লস্কররা জমিতে গেলে অতর্কিত হামলা চালায় কাশিম উদ্দিনরা। এই ঘটনায় আহত হয়েছেন সাকির আহমেদ লস্কর, আবদুস সালাম লস্কর, হুসেন আহমেদ লস্কর, আজাদ হুসেন লস্কর, ফরিজ উদ্দিন লস্কর, খলিল উদ্দিন লস্কর। উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছেন মারপিট কাণ্ডে।
স্থানীয়রা উদ্ধার করে তাঁদেরকে কালীনগর সরোজিনী প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে সবাইকে শিলচর ম্যাডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উন্নতমানের চিকিৎসার জন্য। খবর লেখা অবধি এদিনের মারপিট কাণ্ডকে কেন্দ্র করে থানায় কোনও মামলা করা হয়নি। পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। উভয় পক্ষই সংবাদ মাধ্যম মারফত স্থানীয় পুলিশ ও প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার করার আর্জি জানিয়েছেন।