মিজোরামে হেনস্তা, শিলচরে প্রতিবাদী সভা, গঠিত মঞ্চ, ১ জুন ধরনা

বরাক তরঙ্গ, ২৮ মে : আইজল সহ মিজোরামের বিভিন্ন জায়গায় অমিজো ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। শনিবার ইলোরা হেরিটেজে সাধন পুরকায়স্থ, সঞ্জীব রায় ও আব্দুল আহাদ লস্করের আহ্বানে সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মতামত রাখেন এবং ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান।

সমাজকর্মী স্বর্ণালী চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে গঠন করা হয় বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১ জুন শিলচরে মিজোরাম হাউসের সামনে তিন ঘণ্টার ধরনা কার্যসূচি পালন করে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি প্রদান করা হবে। ধরনা সকাল ১১ টায় শুরু হয়ে ১ টা পর্যন্ত চলবে।

এছাড়াও এদিনের সভায় বিভিন্ন বক্তা মিজোরামের রাজধানী আইজল সহ রাজ্যের যেসকল স্থানে অমিজোদের হয়রানি করা হচ্ছে তা বন্ধ করার দাবি জানান। পাশাপাশি হেনস্তা বন্ধ করতে অবিলম্বে মিজোরামের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে।

গঠিত সংগ্রামী ঐক্যমঞ্চের সভাপতি মনোনীত করা হয়েছে প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়াকে। তিন আহ্বায়ক হলেন স্বর্ণালি চৌধুরী, সাধন পুরকায়স্থ ও সঞ্জীব রায়। সদস্য হিসেবে থাকবেন সভায় উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। এ দিন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যথাক্রমে মৃন্ময় নাথ, কিশোর ভট্টাচার্য, রসরাজ দাস, আইনজীবী আব্দুল হাই লস্কর, আইনজীবী আলি রাজা ওসমানি, এনামুল কবির, সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী, সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, হৃষীকেশ দে, বাহারুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ।

Author

Spread the News