কটামণিতে রাস্তায় মিলল টাকা, প্রমাণ দিয়ে নেওয়ার আহ্বান পুলিশের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ মার্চ : বাজারিছড়া থানার পুলিশ কর্মীরা পেট্রোলিং ডিউটিতে বের হয়ে কটামণিতে রাস্তায় পেলেন কিছু টাকা। শনিবার বাজারিছড়া থানার পুলিশ কর্মীরা ডিউটিরত অবস্থায় সড়কের উপর ফেলে রাখা কিছু টাকা পান।পরে টাকাগুলো পুলিশ নিজ হেফাজতে নিয়ে আসে। এবং সংবাদযোগে পুলিশ কুড়িয়ে পাওয়া টাকাগুলোর প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দর্শিয়ে বাজারিছড়া থানা কার্যালয় থেকে সংগ্রহ করার কথা জানান।
থানার এসআই হিমাংশু প্রতিম বরা বলেন, শনিবার বিকালে এএসআই বিষ্ণু প্ৰসাদ রাভা, এইচজি সুদীপ নাথ, বিশাল কাটার সহ ব্যাটেলিয়ান পার্টি পেট্রোলিং বের হয়ে কটামণি উদ্দেশ্যে রওয়ানা হন এবং কটামণি বাজারে পৌঁছার আগে স্থানীয় পুলিশ পেট্রোল পোস্ট সংলগ্ন লোয়াইরপোয়া কানমুন সড়কের উপর পড়ে থাকা অবস্থা কিছু টাকা তাঁদের নজরে পড়ে। তখন গাড়ি থামিয়ে টাকাগুলো তুলে থানায় নিয়ে আসে তাঁরা। বর্তমানে কুড়িয়ে পাওয়া এই টাকাগুলো যাতে প্রকৃত মালিক পান তার জন্য সংবাদ মাধ্যমে বিষয়টি অবগত করেন।পাশাপাশি তিনি বলেন, উপযুক্ত প্রমাণ দর্শিয়ে মালিক টাকাগুলো থানা থেকে নিতে পারবেন।