করিমগঞ্জে শুক্র ও রবিবার ৮৫ ঊর্ধ্ব ও দিব্যাঙ্গদের ভোট
জনসংযোগ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ জেলায় এবসেন্টি ভোটার ১৩২ জন। এরমধ্যে ৮৫ বছরের অধিক বয়সের ৮৯ জন এবং দিব্যাংঙ্গ ভোটার ৪৩ জন ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়ি থেকে ভোট গ্রহণের জন্য আবেদন করেছিলেন। এই এবসেন্টি ভোটারদের ভোট বাড়ি বাড়ি গিয়ে গ্রহণ করা হবে ১৯ এপ্রিল শুক্রবার ও ২১ এপ্রিল রবিবার। দুই ভিজিটে এই এবসেন্টি ভোটারদের ভোট গ্রহণ করা হবে।
১৯ এপ্রিল প্রথম ভিজিট। দ্বিতীয় ভিজিট ২১ এপ্রিল। এই ভোট গ্রহণের উদ্দেশে ১০টি পোলিং টিম গঠন করে বৃহস্পতিবার তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এতে প্রতিদিন সকাল ৭টায় ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকা পোলিং টিমের আধিকারিকরা করিমগঞ্জ কলেজ মাঠে থাকা ভোট সামগ্রী বিতরণ স্থল থেকে প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করে ওই ভোটারদের ভোট গ্রহণ করতে বাড়ি বাড়ি যাবেন। আবার প্রতিদিন সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণের পর আধিকারিকরা পোস্টাল ব্যালটগুলি করিমগঞ্জ কলেজের মাঠে ওই একই স্থানে জমা করবেন। তারপর ওই পোস্টাল ব্যালট করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকা পোস্টাল ব্যালট পেপার স্ট্রং রুমে সিল করে রাখা হবে এবং ভোট গণনার দিন গণনা করা হবে। করিমগঞ্জের পোস্টাল ব্যালট পেপার সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক পত্রযোগে এই নির্ঘন্ট জানিয়েছেন।