কালীপুজোয় জানিগঞ্জে দেখা যাবে সমুদ্র মন্থনের জ্যান্ত দৃশ্য

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : প্রতিবছর বিভিন্ন থিম নিয়ে উপত্যকায় আলোড়ন সৃষ্টি করে আসছে জানিগঞ্জ কালীপূজা কমিটি। এক কথায় ডায়নামিক উৎসব বলে উপত্যকাবাসীর কাছে পরিচিত। এবারও পিছিয়ে নেই কমিটির কর্মকর্তারা। শুক্রবার ইউনাইটেড ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, এবার সমুদ্র মন্থনের জ্যান্ত দৃশ্য দর্শনার্থীদের উপহার দিতে চলেছেন তাঁরা। মহাদেব কিভাবে নীলকন্ঠ হয়েছিলেন এবং নারায়ণ মহিনী সেজে অমৃত কিভাবে দেবদেবীকে পান করিয়েছিলেন তা লাইট ও সাউন্ডের মাধ্যমে দেখানো হবে। কলকাতা ও ত্রিপুরার ১৫জন শিল্পী এই দৃশ্য প্রদর্শন করবেন।

এছাড়াও কালীপুজোকে মাথায় রেখে কাল্পনিক মন্দির নির্মাণের পাশাপাশি ৪৫ ফুটের তিনটি বিশাল গেট বসানো হবে জানিগঞ্জ। আলোকসজ্জায় ও থাকবে বিশেষ নজরকাড়া আকর্ষণ। আগামী ১২ নভেম্বর কাল্পনিক মন্দিরের উদ্বোধন করার পাশাপাশি এলাকার মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা।

কালীপুজোয় জানিগঞ্জে দেখা যাবে সমুদ্র মন্থনের জ্যান্ত দৃশ্য

জানিগঞ্জ কালীপূজা কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, স্বামী গণধীশানন্দজি মহারাজ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ ডাঃ রাজদীপ রায়, কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমুল মাহাতো সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানান কমিটির কর্মকর্তারা। উল্লেখ্য, জানিগঞ্জ কালীপূজা কমিটি এ বছর ৫৩তম বর্ষপূর্তি।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News