গুয়াহাটিতে LIC কার্যালয়ে, নগাঁওয়ে SBI এর সামনে বিক্ষোভ কংগ্রেসের, টেনে হেঁচড়ে তোলা হল গাড়িতে

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : গৌতম আদানির আর্থিক জালিয়াতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে অসম প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি) সোমবার গুয়াহাটির ফেন্সি বাজারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার (lic) সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল। বিজেপির ছত্রছায়ায় সবচেয়ে বড় কেলেঙ্কারি করার জন্য আদানির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন ঘোষণা করেছে কংগ্রেস। 

এ দিন বেলা ১১টায় ফেন্সি বাজারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ার সদর দফতরের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়। বিক্ষোভকারীরা ‘হায় হ্যায় বিজেপি সরকার’ এবং ‘আদানি কেলেঙ্কারির তদন্ত করতে হবে’ বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীদের বাধা দেয় সিআরপিএফ বাহিনী। বিক্ষোভকারীদের আটক করে পুলিশের গাড়িতে টেনে নিয়ে যাওয়া হয়।

গুয়াহাটিতে LIC কার্যালয়ে, নগাঁওয়ে SBI এর সামনে বিক্ষোভ কংগ্রেসের, টেনে হেঁচড়ে তোলা হল গাড়িতে

এ দিকে, কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জও করেছে তারা। কংগ্রেস দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায় এমন গৌতম আদানিকে গ্রেফতার করে সাহস দেখানোর জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে নগাঁও কংগ্রেস।

পুঁজিবাদী ব্যবসায়ী গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের কারণে দেশের অর্থনীতি ধসের পথে। কংগ্রেস দুটি নির্ভরযোগ্য সংস্থা, এলআইসি এবং এসবিআই থেকে তহবিল আত্মসাতের চেষ্টা করার জন্য ব্যবসায়ী গৌতম আদানিকে গ্রেফতারের দাবি করেছে। কেন্দ্রীয় সরকার ও গৌতম আদানির বিরুদ্ধে নগাঁও জেলা কংগ্রেস এই বিক্ষোভের আয়োজন করে। নগাঁও স্টেট ব্যাঙ্কের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Author

Spread the News