বাংলাদেশে হিন্দু পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার, মানববন্ধন

১ ফেব্রুয়ারি : একটি আবাসিক ভবনের ফ্ল্যাট বাসা থেকে স্কুলপড়ুয়া মেয়েসহ স্বামী-স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের সিরাজগঞ্জের তাড়াশে। বৃহস্পতিবার খুনির দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে পড়ুয়ারা মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংবাদ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে তালাবন্ধ ওই ফ্ল্যাট থেকে বিকাশ সরকার, স্ত্রী স্বর্ণা সরকার ও তাদের মেয়ে তুষি সরকারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বর্ণা সরকারের বড় ভাই সুকমলচন্দ্র সাহা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত বলে রাজিব ভৌমিক নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার ট্রিপল মার্ডারে নিহত তুষি ও তার বাবা-মায়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার রাজিব ভৌমিকের ফাঁসির দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী। সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে মানববন্ধনটি শুরু হয়ে এলাকার এক কিলোমিটার বিস্তৃত হয়। এ ঘটনায় হত্যাকারীকে দ্রুত সময়ে শনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ঘাতক রাজিব ভৌমিকসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

বাংলাদেশে হিন্দু পরিবারের তিনজনের গলা কাটা লাশ উদ্ধার, মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন- তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রঞ্জু খাতুন, আনিসুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকন ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমুখ। ছবি কালের কণ্ঠ।

Author

Spread the News