বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হল বদরপুরে। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বদরপুর হাসপাতালের সামনে টিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সহ চালক। জানা যায়, ভাঙ্গার কাজিগ্রাম থেকে স্কুটি নিয়ে মন্টুরঞ্জন দাস ও রবীন্দ্র নাথ বদরপুরের দিকে আসার পথে বেপরোয়া একটি টিপার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর অভাবে আহত হয়েছেন ৬৫ বছরের রবীন্দ্র নাথ। তাঁর অবস্থা খুবই সঙ্গীন। টিপারের ধাক্কায় তাঁর নাড়িভুড়ি বেরিয়ে পড়ে। এবং স্কুটি চালক মন্টুরঞ্জন অল্প বিস্তর আঘাত পেয়েছেন।
রবীন্দ্র নাথকে বদরপুর হাসপাতাল থেকে শ্রীগৌরী হাসপাতালে স্নান তোর করা হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং টিপার ও স্কুটি হেফাজতে নেয়। দমকল বাহিনী এসে সড়কটি পরিষ্কার করে নেন।


