দুর্নীতি মামলায় সস্ত্রীক ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড

২০ ডিসেম্বর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। জানা গিয়েছে, তোষাখানা দুর্নীতি মামলার প্রেক্ষিতে পাক আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীকে এই সাজা দিয়েছে। প্রত্যেককে করা হয়েছে জরিমানাও।

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমন্দ এই রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশমতো, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ও বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা অনুযায়ী ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় তাঁদের আরও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত প্রত্যেককে ১ কোটি টাকা জরিমানাও করেছে।

২০২১ সালে সৌদি আরব সরকারের কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় উপহার নিয়ে জালিয়াতির অভিযোগ ছিল। সেই সংক্রান্ত মামলাতেই এই সাজা ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *