অ‌বৈধ চেরা কাঠ বা‌জেয়াপ্ত কদমতলায়

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : গোপন খব‌রের উপর ভি‌ত্তি ক‌রে অভিযানে নেমে ১৪০ সিএফ‌টি অ‌বৈধ চেরা কাঠ বা‌জেয়াপ্ত করল উত্তর ত্রিপুরার কদমতলা বন বিভাগ। র‌বিবার সকা‌লে এলাকার কালাগাঙ্গের পারের বাসিন্দা আরিফ উল্লার বাড়ি থেকে কাঠগুলো উদ্ধার হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা ফরেস্ট আধিকারিক অশোক কুমার সহ চুরাইবাড়ি ফরেস্ট বিট ইনচার্জ।প‌রে বা‌জেয়াপ্ত সেগুন ও সরল জা‌তীয় কাঠগুলি চুরাইবাড়ি ফরেস্ট বিট কার্যাল‌য়ে আনা হয়।

উ‌ল্লেখ‌্য, স্থানীয় বন বিভাগের উদাসীনতায় দীর্ঘদিন ধ‌রে বৃহত্তর এলাকায় বন দস‌্যু‌দের দাপট মাথাচড়া দি‌য়ে উ‌ঠে‌ছে। এ‌তে উজাড় হ‌চ্ছে সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের মূল‌্যবান গাছ গাছা‌লি। ভারসাম‌্য হারা‌চ্ছে প্রাকৃ‌তিক প‌রি‌বেশ। এ ব‌্যাপা‌রে এলাকার প‌রি‌বেশ‌প্রেমীরা বন বিভা‌গের উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

অ‌বৈধ চেরা কাঠ বা‌জেয়াপ্ত কদমতলায়
অ‌বৈধ চেরা কাঠ বা‌জেয়াপ্ত কদমতলায়

Author

Spread the News